৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন কার্ড-২০২৩ এবং ‘বই উৎসব-২০২৪’ প্রসঙ্গে
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রভাতি ও দিবা শিফটের ছাত্র, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী ২০২৩ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছে সবাই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে । সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকগণের কাছ থেকে তোমাদের মূল্যায়ন কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হলো।
অত্র বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে আগামী ০১ জানুয়ারি ২০২৪ তারিখ, রোজ সোমবার ‘বই উৎসব – ২০২৪’ অনুষ্ঠিত হবে। প্রভাতি শিফটের শিক্ষার্থীদের সকাল ৭টা ১৫ মিনিটে এবং দিবা শিফটের শিক্ষার্থীদের দুপুর ১২টা ১৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিষয়টি অত্যন্ত জরুরী।


( সৈয়দা আক্তার )
প্রধান শিক্ষক
নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা।
If you are unable to view file, you can download from here or download Adobe PDF Reader to view the file.
Last Update: 31-12-2023 01:26:18 PM
প্রথম পাতা সকল খবর